শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

দ্বিতীয় বারেররমত সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান




কমলকুঁড়ি রিপোর্ট ।।

12509122_1507086166260690_3012714517459165052_n

 দ্বিতীয় বারেরমত সিলেট বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান।

সোমবার (১১ জানুয়ারি)  সকাল ১০ টায় সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম ওসি মাহবুবুর রহমানের হাতে সম্মাননা সনদ তুলে দেন । এ সময় অতিরিক্ত ডিআইিজি ড. আক্কাছ আলী ভূইয়া ও সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

ওসি মাহবুবুর রহমান গত ২৭ জুলাই ২০১৫ ইং সনে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন ।

তিনি যোগদানের পর অধিক হারে চোর, ডাকাত, সন্ত্রাসী, মাদক বিক্রেতা, নাম্বারবিহিন মোটর সাইকেল আটক করায়, গত ০৭.১০.১৫ ইং তারিখ মৌলভীবাজার জেলা সহ গত ১২.১০.১৫ ইং তারিখ প্রথম বারেরমত সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নগত অর্থ সহ সম্মাননা স্বারক পান।
এ পর্যন্ত বিশেষ অভিযানে চিহ্নিত ৬৯ ডাকাত, ২৭ চোর ও ৪৮ জন মাদক বিক্রেতা, ওয়ারেন্টভূক্ত ৫৪৬, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ২৭, খুনের রহস্য উদঘাটন ও খুনীসহ ৫ জন, নিয়মিত মামলায় ২০২, পাইপগানসহ ৩জন, দেহ প্রসারিনী ২০ জন, ইয়াবা ৪৬৫ পিস, দেশী মদ ১৪২ লিটার, গাঁজা ৭০০ গ্রাম, ফেন্সিডিল ৩৫ বোতর, হেরোইন ১০ পুরিয়া, বিদেশী মদ ০৭ বোতর, মোটরযান আইনে কেইসস্লিপ ১০৭৮ টি, নাম্বারবিহিন মোটর সাইকেল আটক ১১২ টি, নাম্বারবিহিন মোটর সাইকেল রেজিষ্টেশন করনে সরকারের রাজস্ব আদায় ২২,৪০,০০০/- টাকা সহ দুই অপহৃতা উদ্ধারসহ অপহরনকারীদ্বয়কে গ্রেফতার ও এলাকার আইনশৃংখলা উন্নতি করায় দ্বিতীয় বারেরমত সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নগত অর্থ সহ সম্মাননা স্বারকে পুরস্কৃত হন ।

 

সূত্র : শ্রীমঙ্গল থানা ফেসবুক থেকে