শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জের পতনঊষারে ২৩তম শাপলা দ্বৈত ব্যাটমিন্টন টূর্ণামেন্টর শুভ উদ্বোধন : কাজের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিতে হবে । – জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান



কমলকুঁড়ি রিপোর্ট :

1239420_1180894908606246_1302919693366418761_n

মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আজিজুর রহমান বলেছেন, স্বাধীন দেশ হয়েছে বলে এ দেশের উন্নয়ন হচ্ছে, এলাকার উন্নয়ন হচ্ছে। কাজের মধ্যে দিয়ে যুব সমাজকে এগিয়ে যেতে হবে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু না থাকলে উন্নয়ন করা সম্ভব পর হতো না। চালু আছে বলে আজ দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন হচ্ছে।  তিনি বলেন, খেলাধূলা মনের খোরাক যোগায়। এটা ধরে রাখতে হবে। তিনি বিভিন্ন দাবী দাবার প্রেক্ষিতে বলেন, জেলা পরিষদে উন্নয়নের জন্য অনেক টাকা আসে। সারা জেলায় উন্নয়ন করতে হয়। তিনি পতনঊষারে একটি অডিটোরিয়াম করে দেয়ার চেষ্টা করবেন বলে জানান।

মো: আজিজুর রহমান শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার পতনঊষারে শাপলা সবুজ সংঘের ২৩তম দ্বৈত ব্যাটমিন্টন টূর্ণামেন্ট ২০১৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 10556343_1668703976743819_2592632830320654544_n

স্থানীয় মাইজগাঁও সরকারি প্রাঃ বিদ্যালয়ে শাপলা সবুজ সংঘের সভাপতি তোয়াবুর রহমান তবারক এর সভাপতিত্বে ও সাধার সম্পাদক আব্দুর রাজ্জাক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, পতনউষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, পতনঊষার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জনিয়ার তওফিক আহমদ বাবু, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি  অলি আহমদ খাঁন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক অধ্যাপক আব্দুল আহাদ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক প্রমথ পাল পিনাক, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোতালিব লিটন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুর, শিপার আহমদ শিমু, সাবউদ্দিন, মিতুল খাঁন প্রমুখ।
টূর্নামেন্টে মোট ৩২টি দল অংশ গ্রহণ করছে।