শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

হারু পার্টির বদনাম ঘোচাতে আ.লীগ মরিয়া বিজয় অব্যাহত রাখতে চায় বিএনপি



সরওয়ার আহমদ, মৌলভীবাজার :
দুর্গ পুনর্দখল এবং অস্তিত্বকে ধরে রাখার প্রত্যয় নিয়ে মৌলভীবাজার জেলার ৪টি পৌর এলাকাতে দলীয় মেয়র প্রার্থীরা মরিয়া হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ভোট আদায়ের ফন্দিফিকিরে কোনোপক্ষই পিছিয়ে নেই। এক্ষেত্রে বিগত পৌর নির্বাচনের সাফল্য ও ব্যর্থতাকে শনাক্ত করে রণকৌশলসহ প্রচারণা ক্রমশই বেগমান হচ্ছে। গত ২০১০ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে জেলার ৫টি পৌরসভাতে বিএনপির মেয়র প্রার্থীরা জয়ী হয়েছিলেন। অন্যদিকে একাধিক প্রার্থী এবং উপদলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থীদের ভরাডুবি ঘটেছিল। মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক ভীত শক্ত থাকার পরেও পৌর নির্বাচনে ভরাডুবির খবরে বিদেশে সফররত প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ ছিলেন। দেশে ফেরার সময় বিমানবন্দরে অপেক্ষমাণ দলীয় জেলা সভাপতি ও তৎকালীন চিফ হুইফ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী প্রশ্ন করেছিলেন, ‘কি খবর হারু পার্টি’? এবার হারু পার্টির বদনাম ঘোচাতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে। কেন্দ্র থেকে মেয়র প্রার্থী মনোনয়নের ফলে কেবল কুলাউড়া পৌরসভা ব্যতীত বাকি ৩টি পৌরসভাতে দলীয় একক প্রার্থী মেয়র পদে প্রদিদ্বন্দ্বিতা করছেন। কুলাউড়াতে বিদ্রোহী প্রার্থী আবু শফি মোহাম্মদ ইউনুস মহালদার দলীয় মেয়র পদপ্রার্থী শফি আহমদ সলমানের জন্য শিরঃপীড়ার কারণ হয়ে উঠেছেন। অপর ৩ পৌরসভা তথা মৌলভীবাজার সদরে ফজলুর রহমান, বড়লেখাতে কামরান চৌধুরী এবং কমলগঞ্জে জুয়েল আহমদ সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আসন্ন পৌর নির্বাচনের ব্যাপারে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ বলেন, শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন হচ্ছে না। বাকি ৪ পৌরসভাতে আমরা বিজয়ী হব। দলীয় নেতাকর্মীরা এবার একযোগে কাজ করছেন। অন্যদিকে পৌর নির্বাচনের বিজয়কে ধরে রাখতে এবার বিএনপিও অধিক মাত্রায় প্রত্যয়ী। ৪টি পৌরসভাতে বিজয়ী হওয়ার লক্ষ্যে মেয়র প্রার্থীদের মধ্যে রদবদলও করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভাতে বর্তমান মেয়র ফয়জুল করিম ময়ূনের স্থলে কাউন্সিলর ওলিউর রহমান এবং বড়লেখাতে বর্তমান মেয়র ফখরুল ইসলাম এর স্থলে আনোয়ারুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। কুলাউড়াতে বর্তমান মেয়র কামাল আহমদ জুনেদ এবং কমলগঞ্জ পৌরসভাতে একই ভাবে আবু ইব্রাহিম জমসেদকে পুনরায় প্রার্থী করা হয়েছে। জেলা উপজেলার নিস্ক্রিয় নেতাকর্মীদেরকেও নির্বাচন উপলক্ষে সক্রিয় করা হয়েছে। স্থানে স্থানে জামায়াত ও শিবির কর্মীরাও নির্বাচনি মাঠে নেমেছেন।
আসন্ন পৌর নির্বাচন সম্পর্কে বিএনপির জেলা সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে তা নিয়ে সংশয় আছে। বিএনপি অধ্যুষিত কেন্দ্রগুলোতে জোরপূর্বক ভোট আদায়ের আশংকা আছে। এছাড়া কর্মী হয়রানিতও চলছেই। তিনি বলেন, নির্বাচন সুষ্ট হলে ৪টি পৌরসভাতে বিএনপির প্রার্থী বিজয়ী হবে।
সূত্র: আজকের পত্রিকার থেকে সংগ্রহ