শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

পৌরসভা নির্বাচন-২০১৫ : কমলগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী এগিয়ে



3b4ac5f1-28d7-4b74-a137-6fe3dee2ec09মো.মোস্তাফিজুর রহমান::
কমলগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একাট্টা হয়েছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। সবাই নৌকার বিজয় নিশ্চিত করতে শেষ মুহুত পর্যন্ত প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দলীয় প্রার্থীর পে কেন্দ্রীয় যুবলীগ ও ছাত্রলীগ ও তার পে প্রচারনায় নামেন। অপর দিকে বিএনপি তিন ধারায় বিভক্ত। তাদের আরো বিভক্ত প্রকাশ পেয়েছে ৯জনকে বহিস্কাররে মাধ্যমে। তারাও এখন নৌকার পে কাজ করছেন বলে তৃন মুল বিএনপির কর্মীরা মত প্রকাশ করেছেন। প্রতিটি ওয়ার্ডে সুর উঠেছে জুয়েল আহমেদর নাম। গত কিছুদিন সুর ভিতরে থাকলেও এখন প্রাকশ্যে ভোটাররা মুখ খুলে বলেছেন জুয়েল আহমদের নাম। সবাই বলছেন উন্নয়ন চাই। অবহেুলিত পৌর এলাকায় পরিবর্তন হবে। তাই তারা এবার মেয়র পদে নতুন মানুষকে দেখতে আগ্রহী। মুলত লড়াই হবে দুই প্রতিকের। নৌকা আর ধানের শীষের। তাদের সমর্থকরা মাঠে কোমর বেধে কাজ করছে। আওয়ামীলীগ প্রার্থী পে দলীয় নেতারা মনিটরিং তদারকি কাজ করেছন। ৯টি ওয়ার্ডে ৯জন নেতা তদারকিতে আছেন। মাঠ সরগম করে তুলেছেন কর্মীরা। প্রতিদিন ২/৩টি টিম গ্রামে গ্রামে লিফলেট নিয়ে নৌকায় ভোট চাচ্চেন। সারা পড়েছে সবর্ত্র। জুয়েল আহমেদের আত্তীয় স্বজনরাও মাঠে নেমেছেন। আওয়ামীলীগ পৌর নির্বাচনকে প্রেষ্টিজ হিসাবে নিয়েছে। বিগত সময়গুলোতে বিএনপির মেয়র নির্বাচন হন। তাই এবার যেহেতু নৌকা প্রতিক তাই সবাই এক হয়ে কাজ করছেন নৌকার বিজয়কে ত্বরান্বিত করার জন্য। নেতৃবৃন্দইবজয়ের ব্যাপারে শত ভাগ আশা ব্যক্ত করে বলেছেন, নৌকার কোন বিকল্প নেই। ভোটাররা নৌকার পালে ভোট দিবেন। দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে জনগন আওয়ামীলীগের পাশে থাকবেন।
অপর দিকে চেয়ার দখলে রাখতে বিএনপি তৎপর হলেও তিনটি ধারা বিভক্ত হয়ে পড়ায় নেতাকর্মীরা বিভক্ত। কেউ আছেন ধানে, কেউ নৌকায় কেউ নারিকেল গাছের সাথে। আবু ইব্রাহিম জমসেদের পে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতৃবৃন্দ প্রচারনা চালালেও মাঠ জমাতে পারেনি। বিদ্রোহিরা সরব প্রচারনা করছেন। ধানের শেষে পে মেয়র নিজেরই একা একা প্রচারনা করছেন।
৭ জন মেয়র পদের মধ্যে আজ পর্যন্ত মাঠ জরিপে এগিয়ে আছেন নৌকার মাঝি জুয়েল আহমেদ।