শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কিছু স্মৃতি কথা



   Kobir    ।।  গোলাম কবির ।।

আমার স্মৃতিতে ভাস্বর মুন্সীবাজার ভালো লাগলো দেখে মুন্সীবাজার থেকে কমলকুঁড়ি পত্রিকা! কারন আমি মুন্সীবাজার কালীপ্রসাদ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেছিলাম ১৯৬৭ সালে। উবাহাটা গ্রামে  থেকে প্রতিদিন গ্রামের মেঠোপথে যেতাম মুন্সীবাজার স্কুলে। মনে পড়ে গেলো সেই মধুর দিনগুলির কথা। প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন আমার প্রিয় শিক্ষক যিনি আমাকে কুলাউড়া থেকে নিয়ে গিয়েছিলেন যেনো তার স্কুল থেকে আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারি। ছাত্ররাজনীতির চক্রান্তের শিকার হয়ে আমি তখন নবীন চন্দ্র হাই স্কুল থেকে অধ্যয়নে বিরত ছিলাম। মনে পড়ে উবাহাটার কদর আলীর ( সম্ভবত:)  বাড়িতে থাকতাম আমি। তার এক ছেলে এক মেয়েকে (সম্ভবত) পড়ানোর বিনিময়ে ছিলো আমার সেই জায়গার ব্যবস্থা। স্কুলে আমার সাথী ছিলো যতোটা মনে পড়ে মুন্সীবাড়ীর মঞ্জুশ্রী দত্ত,  প্রয়াত সাহিত্যিক চৌধুরী গোলাম আকবর  এর ছেলে চৌধুরী হারুন আকবর (প্রয়াত), কবি ও সাহিত্যিক নন্দলাল শর্মা, জুতীষ ( ম্যাজিক করতো) প্রমুখ। শিক্ষকদের নাম ভুলে গেছি! তবে একজন সিং স্যারের কথা খানিকটা মনে পড়ছে। মনে পড়ছে আমি নাটক মঞ্চস্থ করেছিলাম- সিরাজুদ্দৌলা এবং সিরাজের চরিত্রে অভিনয় করেছিলাম আমি। যদি আমাকে সেই সময়ের আমার হারানো স্মৃতিগুলি কেউ স্মরণ করিয়ে দিতে পারেন, যথার্থই বার্ধিত হবো।

(লেখক : গোলাম কবির লন্ডন ২২ ডিসেম্বর ২০১৫)