শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

মৌলভীবাজার-৩ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল



বিশেষ প্রতিনিধি::
মৌলভীবাজারের সংসদীয়-৩ আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগ, জাপা, বিএনএফ,স্বতন্ত্রসহ ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার বিকেল ৫টার মধ্যে এ মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) নিয়ে আসনে আওয়ামীলীগ থেকে মনোয়নর পাওয়া প্রার্থী প্রয়াত সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন, জাতীয় পার্টি(এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রার্থী শিক্ষাবিদ মোঃ খুরশীদ ও সোহেল আহমদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদি ফ্রন্ট- বিএনএফ এর প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন। তবে বিএনপি থেকে কোন প্রার্থী এ উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দেননি ।

১১ নভেম্বর বুধবার বিকেল ৫টার মধ্যে মৌলভীবাজার জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ।

প্রথমে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহুদ্দিন সিরাজ, জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য সহ-সভাপতি মোঃ ফিরোজ, মুহিবুর রহমান তরফদার, যুগ্ম সম্পাদক মসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনকার আহমদ, ভূপতি রঞ্জন চৌধুরী, সৈয়দ নওশের আলী খোকন, সৈয়দ সলমান আলী, এম এ রহিম শহীদ, আব্দুল মালিক তরফদার শোয়েব প্রমুখ। এ সময় সৈয়দা সায়রা মহসিনের তিন মেয়ে সৈয়দা শায়লা শারমিন, সৈয়দা সানজিদা শারমিন, সৈয়দা সাবরিনা শারমিন সহ পরিবারের সদস্যারা উপস্থিত ছিলেন।জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন ।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী ।

গত ২৯ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ মৌলভীবাজার-৩ শূন্য আসনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ই নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৪ই নভেম্বর। প্রত্যাহারের শেষ সময় ২২শে নভেম্বর ও ৮ই ডিসেম্বর প্রতিদন্ধী প্রার্থীদের নিয়ে ১৬৬টি কেন্দ্রে মোট ভোটার ৩ লক্ষ ৬০ হাজার ৩৭৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৮২৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৯ হাজার ৯৫৫জন এর মধ্যে ভোট অনুষ্টিত হবে।