বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ভারতের ইম্পলে: সাংহাই মণিপুরী উৎসবে কমলগঞ্জের মণিপুরী আদিবাসী ফোরামের ৮ সদস্যের যোগদান



কমলকুঁড়ি রিপোর্ট ॥
ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইম্পলে মণিপুর সাংহাই উৎসব-২০১৫-তে যোগ দিতে বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী আদিবাসী ফোরামের আট সদস্যের একটি দল ভারত গমন করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাতলাপুর চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহের নেতৃত্বে আট সদস্য ত্রিপুরা প্রবেশ করেন।
বাংলাদেশ আদিবাসী মণিপুরী ফোরাম সাধারন সম্পাদক সমরজিৎ সিংহ জানান, ভারতের মণিপুর রাজ্য সরকারের আমন্ত্রনে তাদের এই সফর। সাংহাই মণিপুরী উৎসবে বাংলাদেশী মণিপুরী সম্প্রদায়ের তাঁত বস্ত্র ছাড়া ঐতিহ্যবাহী পণ্য সামগ্রীও প্রদর্শণ করা হবে। পরবর্তীতে আগামী ডিসেম্বর মাসের সম্ভাব্য তৃতীয় সপ্তাহে একটি মণিপুরী উৎসবে ভারতীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। তার সাথে সফর সঙ্গী হিসাবে আরও আছেন কৃষ্ণ কুমার সিংহ, প্রকৌশলী আব্দুল মজিদ চৌধুরী (মুসলিম মনিপুরী), বিলকিছ বেগম (মুসলিম মনিপুরী), লোকেন্দ্র শর্মা, মনি ভদ্র সিনহা, কৃষ্ণ কুমার সিংহ (শিক্ষক) ও নিরলা মুখার্জি। আট সদস্যের বাংলাদেশী মনিপুরী সদস্যরা ৩০ নভেম্বর পর্যন্ত উৎসবস্থলে অবস্থান করবেন।