বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

আজ বিপিএল লড়াই শুরু



কমলকুঁড়ি নিউজ ডেস্ক:

আজ রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় ‘দুই বন্ধু’র জমজমাট লড়াই শুরু হবে।  এর আগে গত শুক্রবার বিপিএলের তৃতীয় আসরের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিপিএলের প্রথম ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। দুই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।   শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা পৌনে সাতটায় মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়ানামাইটস।

চারটি দলই শনিবার শেষবারের মত নিজেদেরকে ঝালিয়ে নেয়।

প্রথম ম্যাচে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস। রাইডার্সে আছেন বিশ্বসেরা সাকিব আল হাসান। খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় আইকন ক্রিকেটারদের লটারীতে প্রথমেই সাকিবকে বেছে নেয় রংপুর রাইডার্স। এবং প্রথম লটারীতে সৌম্য সরকারকে দলে ভেড়ায় তারা। সাকিব ও সৌম্যর সঙ্গে এই দলে বিদেশী ক্রিকেটারদের মধ্যে আছেন  পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামী।

সামীদের দলকে সামলানোর জন্যে যথেস্ট খেলোয়াড় চিটাগং ভাইকিংসেও আছে। তিলকারত্নে দিলশান, মোহাম্মদ আমের, উমর আকমল, এলটন চিগুম্বুরা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, এনামুল জুনিয়র, জিয়াউর রহমান, তাসকিন আহমেদদের দল চিটাগং ভাইকিংস।

দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়ানামাইটস। দুই দলই দেশী-বিদেশী ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ। কাগজে-কলমে কাউকেই এগিয়ে রাখা যাবে না।

মাশরাফি বিন মুর্তজার দলে রয়েছে জাতীয় দলের ইমরুল কায়েস, লিটন কুমার দাস। এদের দুজনই ব্যাটিংয়ে ওপেন করবেন। এ ছাড়া নাঈম ইসলাম জুনিয়র, রবিউল ইসলাম, শুভাগত হোম, আবু হায়দার রনিও আছেন। ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন, মারলন স্যামুয়েলসও আছেন ।

অন্যদিকে ঢাকার কুমার সাঙ্গাকারার আইকন ক্রিকেটার নাসির হোসেন। এ ছাড়া দলে আছেন নাসির জামশেদ, ইয়াসির শাহ, সোহেল খান ও ম্যালকম ওয়ালার মতো বিদেশি ক্রিকেটার। শামসুর রহমান, মোসাদ্দেক হোসেন, মোশাররফ হোসেন, ফরহাদ রেজা, আবুল হাসান রাজু ও ইরফান শুক্কুরের মতো দেশি ক্রিকেটার। সব মিলিয়ে ঢাকাও যথেষ্ট শক্তিশালী। তবে অনুশীলনে চোট পাওয়ায় আজকের ম্যাচে খেলতে পারবেন না ম্যালকম ওয়ালার।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচেই জমাট লড়াই হবে সে প্রত্যাশা ক্রিকেটপ্রেমিদের।