শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লাউয়াছড়া উদ্যানে দুই বছরে মারা গেছে সহস্রাধিক সাপ



কমলকুঁড়ি রিপোর্ট ।।
লাউয়াছড়া জাতীয় উদ্যানে ও এর আশপাশে দুই বছরে সহস্রাধিক সাপ মারা পড়েছে। উদ্যানের ভেতরে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে গাড়ি চাপায় ও ঢাকা-সিলেট রেললাইনে ট্রেনে কাটাপড়ে এসব সাপ মারা গেছে। এছাড়াও চা-বাগান ও উদ্যানের আশপাশের গ্রামের মানুষের হাতেও সাপ মারা পড়ছে। এ ছাড়া বন ধ্বংসের কারণে ও বসতি গড়ে উঠায় সাপের অবাধ বিচরণের জায়গা কমে যাচ্ছে।লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগর সাপ নিয়ে এক গবেষণায় সম্প্রতি এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এদিকে লাউয়াছড়ার আশপাশের আদিবাসী সম্প্রদায়ের লোকজন সাপসহ বিভিন্ন প্রজাতির জন্তু-জানোয়ার শিকার করে খাচ্ছে বলে অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই। জানা গেছে, ২০১১ সালের মে মাসে গবেষণার কাজ শুরু হয়। গবেষণার অংশ হিসেবে সাপের গতিবিধি পর্যবেক্ষণের জন্য সম্প্রতি একটি অজগর সাপের (সুখি) শরীরে ‘ট্রান্সমিটার’ স্থাপন করা হয়েছে। কয়েকদিন আগে সুখির শরীর থেকে ট্রান্সমিটার খুলে দিয়ে চিরদিনের জন্য বনে অবমুক্ত করা হয়। গবেষণার কাজে সহায়তা করছে বন বিভাগ, বেসরকারি সংস্থা ওরিয়ন সোসাইটি ও কারিনাম বাংলাদেশ। জানা গেছে, গবেষণার কাজ চালাতে গিয়ে এ পর্যন্ত উদ্যানে ৩৯ প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ঢোঁড়া, হিমালয়ের ঢোঁড়া, জুনিয়া, দাঁড়াশ, কালনাগিনী, দুধরাজ, সুতানলি ও সবুজ বোড়া প্রজাতির সাপের সংখ্যাই বেশি। এছাড়াও এখানে অজগর এবং গোখরাও (কিং কোবরা) রয়েছে। গবেষক সূত্রে জানা গেছে, উদ্যানে কতো প্রজাতির সাপ আছে এবং কোন প্রজাতির সাপ বেশি ও কোন প্রজাতির কম, তা জানার জন্য দুই বছরের বেশি সময় ধরে গবেষণা পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি গবেষণা কাজ পরিচালনা করতে গিয়ে সাপ মারা যাওয়ার তথ্য পেয়েছেন গবেষক দলের সদস্যরা। তারা জানান, বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত সাপ বেশি চলাফেরা করে। গত দুই বছরে ওই সময় উদ্যান এলাকায় প্রায় এক হাজার মৃত সাপ পাওয়া গেছে। এর বাইরে চা-বাগান ও আশপাশের গ্রামগুলোতেও সাপ মারা পড়েছে। এই গবেষকরা বলেন, সাপরক্ষার দায়িত্ব বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের। তাদের অবহেলাই এসব সাপের মৃত্যুর কারণ।