বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ধর্ম যার যার, উৎসব সবার ।। কমলগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি



কমলকুঁড়ি রিপোর্ট ।।
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র। বর্তমান মহাজোট সরকারের আমলে সকল ধর্মের লোকেরা নির্বিঘেœ নিজ নিজ ধর্ম পালন করতে পারছে। শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, তাই সকল ধর্মের সমঅধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে এবারে দুর্গোৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোন প্রকার আইন শৃংখলা বিঘœ করার চেষ্টা করলে কঠোর হস্তে তা দমন করা হবে। শারদীয় দূর্গোৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। তিনি ২০ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি, ফুলবাড়ি চা বাগান, মাধবপুর চা বাগান, মদনমোহনপুর চা বাগান, মাধবপুর জোড়ামন্ডপ সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে ভক্ত ও পূজারীদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন।  এ সময় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপির সাথে পরিদর্শনকালে ন্যাশনাল টি কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুলসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।