মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে নিস্তেজ করে- শমশেরনগরে গ্রীল কেটে ৩ ঘরে চুরি ॥ ২ চোর আটক



শমশেরনগর সংবাদদাতা।।
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বন্দর সড়কে একটি আবাসিক ভবনে জানালা দিয়ে রান্না ঘরে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে বাসার লোকদের নিস্তেজ করে মধ্যরাতে গ্রীল কেটে ৩ টি বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িত দ্ইু চোরকে পুলিশ আটক করেছে। গত বুধবার (২৭ অক্টোবর) এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শমশেরনগর বিমান বন্দর সড়কে মনোয়ারা টাওয়ারের চতুর্থ তলার মনহর আলী, দ্বিতীয় তলার বিমান বাহিনীর সৈনিক কবির ও সার্জেন্ট হাবিবের বাসার জানালা দিয়ে অভিনব ভাবে খাবারের হাড়িতে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। চোরচক্রের ঘুমের ঔষধ মেশানো খাবার খেয়ে ৩ টি বাসারই  সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে মধ্যরাতে বাসাগুলোর জানালা দিয়ে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নেয়। মনহর আলীর স্ত্রী রাতে খাবার না খাওয়ায় মধ্যরাতে ঘরে চোর প্রবেশ করায় জেগে উঠায় তার গলায় দা ধরে নিরাপদে চোররা পালিয়ে যায়। ঘুমের ঔষধ মেশানো খাবার খেয়ে ৩ পরিবারের ৫ জন সদস্য মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গৃহবধূর জবানবন্ধীতে দৌলতপুর গ্রামের বাবুল মিয়া ওরফে ল্যাংড়া বাবুল ও কনই মিয়া নামে দুই চোরকে আটক করে পুলিশ। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মতিউর রহমান বলেন, বাবুল মিয়া ওরফে ল্যাংড়া বাবুল আন্তজেলা গ্রীল কাটা চোর দলের সদস্য। আটক দুই চোর ঘুমের ঔষধ মিশিয়ে খাবারে ঘরের সদস্যদের অজ্ঞান করে চুরি করার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছে।