শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কৃষি ব্যাংকে ভল্ট ভেঙে লুট : এখনও প্রকৃত রহস্য অজানা



 

কমলকুঁড়ি রিপোর্ট ::Kese-Bank-pic1বাংলাদেশ কৃষি ব্যাংক মৌলভীবাজার চৌমুহনা শাখার ভল্ট ভেঙে প্রায় সোয়া ছয় লাখ টাকা লুটের প্রকৃত রহস্য এখনও বের করতে পারেনি পুলিশ। এমনকি সন্ধ্যারাতে লুণ্ঠিত এই টাকাও এখনও উদ্ধারও হয়নি।

এ বিষয়ে আটক তিন নৈশ প্রহরীকে সাত দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যারাতে ব্যবস্থাপকের কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে টাকার ভল্ট ভেঙে অন্তত ছয় লাখ ২৬ হাজার ৭১০ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। এ নিয়ে শহরজুড়ে ব্যাপক তোলপাড় চলে।

এই ঘটনায় পুলিশ ব্যাংকের তিন নৈশ প্রহরী মোজাহিদ আহমদ, মনসুর আহমদ এবং সফিক মিয়াকে ওই রাতেই আটক করে। তাদের ব্যাপক জিঙ্গাসাবাদের পর এই ঘটনায় শাখা ব্যবস্থাপক মো. নাজমুল ইসলামের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মৌলীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালেক জানান, ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির রহস্য উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।

তিনি জানান, আটক তিন নৈশ প্রহরীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামী রবিবার এই বিষয়ে আদালতে শুনানি হবে।

রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত রহস্য বের হয়ে আসবে বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা।