শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে বেওয়ারিশ কুকুর নিধন কর্মসুচী শুরু



কমলকুঁড়ি রিপোর্ট ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর নিধন অভিযান শুরু করেছে। রোববার দুপুরের পর থেকে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি দল বেওয়ারিশ কুকুর নিধন অভিযান শুরু করে শেষ হয় প্রায় সন্ধ্যা পর্যন্ত। এই অভিযানে প্রায় একশত কুকুর নিধন করা হয়। Pic--Dog[1]
কমলগঞ্জ পৌরসভার মেয়র আবু ইব্রাহীম জমশেদ জানান- ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর) এর একটি দল আগামী ২/৩ দিন পর্যন্ত কাজ চালাবে এবং প্রতিটি কুকুর নিধনের ক্ষেত্রে ১২০ টাকা খরচ হবে বলে জানান। ইতিপূর্বে ও কমলগঞ্জ পৌরসভা বেশ কয়েকবার কুকুর নিধন অভিযান চালায়। কিন্তু বিগত ২/৩ বছর ধরে বেওয়ারিশ কুকুর নিধন না করায় কমলগঞ্জ পৌরসভায় কুকুরের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় আতংকে ছিল পৌরবাসী। প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা দুশ্চিন্তায় থাকেন। কারণ যে কোন মুহুর্ত তাদের কুকুর আক্রমণ করতে পারে। তাই কমলগঞ্জ পৌরসভার সচেতন জনসাধারণও অভিভাবকদের দাবি ছিল কমলগঞ্জ পৌরসভায় বেওয়ারিশ কুকুর নিধনের। অবশেষে পৌর কর্তৃপক্ষের তড়িৎ বেওয়ারিশ কুকুর নিধনের অভিযান কার্যকর করায় পৌর কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের জনসাধারণ। এছাড়া পোষা কুকুরদের সাংকেতিক চিহ্ন ব্যবহারের জন্য মাইকিং করা হয়েছে। তবে রাত ১২টার পর রেওয়ারিশ কুকুর নিধনের অভিযান করলে বেশী ফলপ্রসু হবে বলে ব্যবসায়ী ও সচেতন মহল মনে করেন।