শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব



DSC06627 copy
কমলকুঁড়ি রিপোর্ট ।।
১২৩টি সার্বজনীন ও ১৫টি ব্যক্তিগত পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে। শুক্রবার বিকেলে বিজয়া দশমী তিথিতে ধলাই, লাঘাটা, ফরকা, ক্ষিরণীসহ বিভিন্ন নদ-নদী, দীঘি, জলাশয় ও পুকুরে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে ভক্ত-পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মতিন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শফিউল আলম চৌধুরী নাদেল সহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
নোট: ছবি সংযুক্ত।