বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে চা শ্রমিক সংঘের সভায় : দৈনিক ৪০০ টাকা মজুরি, বকেয়াসহ সাপ্তাহিক ছুটির মজুরি প্রদানের দাবি



ষ্টাফ রিপোর্ট ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির এক সভায় দৈনিক ৪০০ টাকা মজুরি, বকেয়াসহ সাপ্তাহিক ছুটির মজুরি প্রদানের দাবি জানানো হয়েছে। গতকাল রোববার দুপুর ১২ টায় শমশেরনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়।
চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি রাজদেও কৈরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারন সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংষ্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, সম্পাদক অমলেশ শর্ম্মা। সভায় বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা বিপ্লব মাদ্রাজী, নারায়ন বাড়াইত, শিশু লাল লোহার, সন্যাসী নাইডু, রাজ কুমার রবিদাস, লছমি রাজভর, রঞ্জন বাউরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, চা শ্রমিক ইউনিয়ন মাত্র ৮৫ টাকা মজুরিতে চুক্তি করবে আবার নিরিখ ২০ কেজি থেকে ৩০ কেজি বৃদ্ধি, রেশনের জন্য মূল্য বাড়িয়ে ২টাকা, ২টা গরু পালনের নিষেধাজ্ঞার শর্ত যুক্ত করে চুক্তি করতে যাচ্ছে। ফলে নিরিখ বাড়ানোর ফলে ৮৫ টাকা মজুরি বাড়ানোর ফলে মজুরি কমে যাবে। তাছাড়া সাপ্তাহিক ছুটির মজুরি প্রদানে নগদ প্রদান না করে চাকুরী শেষে প্রদান করার যে আলোচনা চলছে তাতে শ্রমিকদের অধিকার খর্ব করা হবে বলে বক্তারা মন্তব্য করেন।