বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগরে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী স্মরণে নাগরিক শোকসভা



শমশেরনগর প্রতিনিধি:
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী স্মরণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনায় এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শমশেরনগর উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে এ নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জনতা ব্যাংকের পরিচালক সৈয়দ বজলুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও ঢাকাস্থ শমশেরনগর উন্নয়ন পরিষদের সচিব মো: খালেকুর রহমান, ইভা বড়–য়া, সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিয়াকত আলী, ইউপি সদস্য তাজুদ আলী, আওয়ামীলীগ নেতা মনির হোসেন, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সম্পর্কে বলেন, দেশ ও জাতি একজন সৎ ও ন্যায় পরায়ন বঙ্গবন্ধুর সেবককে হারিয়েছে। মুক্তিযুদ্ধে মরণ পণ লড়াই করে সৈয়দ মহসীন আলী আহত হয়েছিলেন। মৌলভীবাজারের মাটি ও মানুষের বন্ধু ছিলেন। তিনি সব সময় সাধারন মানুষের সুখ ও দুঃখের কথা শুনার জন্যই মন্ত্রী থাকাকালীন সময়ে একদিনও মৌলভীবাজার সার্কিট হাউজে রাত্রিযাপন করেননি। সাধারন মানুষ ও তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর জন্য তাঁর দরজা সব সময় খোলা ছিল। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকে ধাপে ধাপে মুক্তিযোদ্ধাদের সম্মাািন ভাতা বৃদ্ধি করেছেন। নিয়মিত বিধবা, বয়ষ্ক, প্রতিবন্ধী ভাতাসহ বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করে গেছেন।