বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে কেন্দ্রীয় কালীবাড়ীর কালী মন্দিরের রাধা-কৃষ্ণের মুর্তি চুরি



কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ীর কালী মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। প্রায় ২শ বছরের পুরাতন কমলগঞ্জ পৌর এলাকার পানিশালা গ্রামে অবস্থিত এই কালী মন্দিরের তালা ভেঙ্গে রোববার দিবাগত রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ চোরদল কালী দেবীর স্বর্ণালংকার, ২টি রাধা-কৃষ্ণের পিতলের মুর্তি, শিবের মাথার চুড়া, পিতলের ছোট-বড় ৬টি থালা, পিতলের ঘন্টা, পিতলের ধুপদানি, পিতলের ঝান্স, দুই জোড়া করতাল ও দক্ষিণার দান বাক্সের নগদ ৭-৮শ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে কালী মন্দিরের মালিক নিলমণি চক্রবর্তী জানান। ঘটনার খবর পেয়ে সোমবার সকাল ৯টায় কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক ফরিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর, কৃষ্ণপুর সহ কয়েকটি গ্রামে সনাতনী সম্প্রদায়ের মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। সনাতনী মন্দিরে ঘন ঘন চুরির ঘটনায় স্থানীয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের মধ্যে আতংক বিরা করছে।