শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আরেক দফা কমলো স্বর্ণের দাম



Beautiful-Gold-Jewellery-Design-Collection-2015-For-Girl-21নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ডলারের বিনিময়মূল্য এবং যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়ে যাওয়ার খবরে বিনিয়োগ চাহিদা কমেছে স্বর্ণের। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে ফের নিম্নমুখী হয়ে উঠেছে স্বর্ণের দর। একই সঙ্গে প্লাটিনামের দাম কমলেও বেড়েছে রূপার। খবর নাসডাক, মার্কেট ওয়াচ।

এর আগে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের (ফেড) আর্থিক নীতিমালা আরও কঠোর হয়ে ওঠার আশঙ্কায় কয়েক মাস ধরে স্বর্ণের বিনিয়োগ চাহিদা কমেছে ব্যবসায়ীদের মধ্যে। সবাই ধারণা করেছিলেন দেশটিতে শেষ হয়ে আসছে প্রায় শূন্য সুদহারের সময়কাল। এরই ধারাবাহিকতায় ডলারের বিনিময়মূল্যে ঊর্ধ্বগতির ফলে কমে আসছিল স্বর্ণের বাজারদর। একসময় তা পৌঁছে কয়েক বছরে সর্বনিম্নে।

এরপর গত সপ্তাহের শুরুর দিকে ফেডের সুদহার বৃদ্ধির সম্ভাবনা কমে এলে ঊর্ধ্বমুখী হয়ে উঠতে শুরু করে পণ্যটির দর। এর বিপরীতে দুদিন আগে যুক্তরাষ্ট্রে গত মাসের কর্মসংস্থান এবং উত্পাদন প্রবৃদ্ধির প্রতিবেদন প্রকাশের পর স্পষ্ট হয়ে ওঠে দেশটির অর্থনৈতিক অগ্রগতির চিত্র। ফলে আবারো বাড়তে শুরু করে ডলারের বিনিময়মূল্য এবং সরকারি বন্ড ও শেয়ারবাজারের বিনিয়োগ চাহিদা। ফলে আবারও নিম্নমুখী হয়ে পড়ে স্বর্ণের বিনিয়োগ চাহিদা ও দাম। সুদমুক্ত হওয়ায় উন্নত অর্থনৈতিক পরিস্থিতিতে পণ্যটিতে বিনিয়োগে অনাগ্রহী থাকেন ব্যবসায়ীরা।

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) বৃহস্পতিবার স্বর্ণের সবচেয়ে কেনাবেচা হয়েছে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে। এর আওতায় এদিন পণ্যটির দাম কমেছে ৯ ডলার ১০ সেন্ট বা দশমিক ৮ শতাংশ। দিন শেষে এখানে পণ্যটির সর্বশেষ মূল্য দাঁড়ায় প্রতি আউন্স ১ হাজার ১২৪ ডলার ৫০ সেন্টে।

অন্যান্য ধাতুর মধ্যে বৃহস্পতিবার কোমেক্সে দাম বেড়েছে রূপার। এদিন এখানে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম বেড়েছে ৪ সেন্ট বা দশমিক ৩ শতাংশ। দিন শেষে এখানে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ১৪ ডলার ৭০ সেন্টে।

অক্টোবরে সরবরাহ চুক্তিতে প্লাটিনামের দাম কমেছে ৩ ডলার ৫০ সেন্ট বা দশমিক ৪ শতাংশ। বৃহস্পতিবার দিন শেষে এখানে পণ্যটির দাম দাঁড়িয়েছে প্রতি আউন্স ১ হাজার ১০ ডলার ১০ সেন্টে।