বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীমঙ্গলে শ্রীঘ্রই উদ্ভোধন হতে যাচ্ছে উন্নত সুবিধা সম্বলিত আরও একটি অবকাশ যাপন কেন্দ্র গ্র্যান্ড সেলিম রিসোট এন্ড ট্যাুর



Image শ্রীমঙ্গল প্রতিনিধি॥
শ্রীমঙ্গলে শ্রীঘ্রই উদ্ভোধন হতে যাচ্ছে  উন্নত সুবিধা সম্বলিত আরও একটি অবকাশ যাপন কেন্দ্র। শ্রীমঙ্গল শহরের প্রতিভাবান ও সৃষ্টিশীল কাজের প্রতিকৃত শাররীক প্রতিবন্ধী সেলিম আহমদ শহরতলীর রামনগর মনিপুরী পাড়ায় চা বাগানের ঘা ঘেঁষে এটি প্রতিষ্ঠা করছেন। সেলিম আহমদ এর নাম দিয়েছেন গ্যান্ড সেলিম রিসোর্ট এন্ড ট্যাুর। খুব শিঘ্রই এর সফট ওপেনিং হবে। সেলিম আহমদ জানান, শ্রীমঙ্গল বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিদিনই এখানে পর্যটক আসেন। অনেকেই একটু ভিন্নমাত্রার অবকাশ কেন্দ্র খোঁজেন। তাদের কথা মাথায় রেখেই তিনি আধুনিক সুযোগ-সুবিধাসহ এটি প্রতিষ্টা করছেন। এর অন্যতম বৈশিষ্ট হলো এটি চা বাগানের পাশে, পর্যাপ্ত গাড়ী পার্কিং এর ব্যবস্থা, সুইমিং, ১টি বড় ও ১টি মিনি সেমিনার রোম, ডায়নিং, লিফটের সুবিধা, এর ছাঁদে থাকবে চায়নিজ  বাংলা রেষ্টুরেন্ট। নিচে থাকবে দৃষ্টি নন্দন লবি। প্রত্যেক ফ্লোরে থাকবে একটি ফ্যামেলী রোম, ২টি টুইন বেড রোম, ৪টি ডাবল বেড রোম। থাকবে সাইবার ক্যাাফে, বিউটি পাল্লার, সেলুন ও লন্ডি। নেয়া হবে পর্যাপ্ত নিজস্ব নিরাপত্তা। থাকবে নিজস্ব ট্যাুর গাইড ও ট্রান্সপোর্ট সুবিধা। রিসোটি আপাদত ২টি ভবনে নানাবিদ স্থাপনার মধ্য দিয়ে এর সফট ওপেনিং  হবে। ক্রমশ পরিধি বাড়বে। সেলিম আহমদ জানান, পর্যটকদের বিষয়টি মাথায় রেখে তিনি এর যাবতীয় কিছু তৈরী করছেন। তবে সবকিছু উন্নত হলেও তিনি এর রেন্ট পর্যটকদের নাগালের মধ্যে রাখবেন বলেও জানান।