বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ ২নং পতনঊষার ইউপি শাখার উপজেলার প্রথম নাগরী ভাষা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত



গত ১৯ আগস্ট ১৫ইং রোজ বুধবার সকাল ১১টায় কমলগঞ্জজ উপজেলার প্রথম নাগরী ভাষা নিয়ে আলোচনা সভা ২নং পতনঊষার ইউপি নাগরী পরিষদ কর্তৃক আয়োজিত যুক্তরাজ্য নাগরী পরিষদের প্রধান সমন্বয়ক জনাব ফখর উদ্দিন চৌধুরীর
পৃষ্টপোষকতায় তার প্রতিষ্টিত হাজেরা ভানু চৌধুরী কে. জি
স্কুলে পরিষদের সভাপতি এম.নজরুল ইসলাম ফারুকের
সভাপতিত্বে ও ভাষা-সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম. এ জলিল, সদস্য হাসিবুল ইসলাম জনির যৌথ পরিচালনায় সভা অনুষ্টিত হয়।
সভায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার নাগরী পরিষদের আহবায়ক লুৎফুর রহমান জাকারিয়া তাফাদার, যুগ্ন-আহবায়ক হোসেন জুবায়ের, পতনঊষার ইউপির ৩নং ওয়ার্ড সদস্য শেখ আসাদুজ্জামান চৌধুরী, কে.জি স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মানিক, ডাঃ আব্দুর রহিম, রসুলপুর জামে মসজিদের ইমাম হারুনুর রসিদ, কে.জির সহ-কারী শিক্ষিকাবৃন্দ, রসুলপুর ব্রাক স্কুলদ্বয়ের শিক্ষিকাবৃন্দ প্রমুখ।
অনুষ্টানে কে.জি, ব্রাক, প্রাইমারী এবং স্কুল কলেজের অনেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় “নাগরী বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদের” প্রতিষ্টাতা ইতিহাসবিদ ড. মুমিনুল হক এর নাগরী ভাষায় নবজাগ্রতথার অগ্রযাত্রার অবদানের কথা মাইল ফলক হয়ে থাকবে।
কমলগঞ্জের কৃতি সন্তান শিক্ষা দরদী ন্যায়-নিষ্ট ব্যক্তিত্ব ফখর
চৌধুরীর প্রচেষ্টায় আলোচনা সভা উপজেলার প্রথম নাগরী ভাষা চর্চার আলোচনা সভা বলে ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে।

Hussen Jubayer's photo.