বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

“নাগরিবর্ণে ছিলটী ভাষা স্বীকৃতি পরিষদ ” কমলগঞ্জ পৌরসভা কমিটি গঠন



 

কমলগঞ্জ উপজেলার ভানুগাছ শুকতারা বহুমুখী সমবায় সমিতি কার্যালযয়ে  ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১ টায় ” নাগরিবর্ণে ছিলটী ভাষা স্বীকৃতি পরিষদ ” এর কমলগঞ্জ পৌরসভা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

11828789_952657304792190_2677528811386239637_nলেখক ও গবেষক আহমদ সিরাজ সভাপতিত্বে ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান এর পরিচালনায়, সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা নাগরিবর্ণে ছিলটী ভাষা স্বীকৃতি পরিষদ এর আহবায়ক লুৎফুর রহমান জাকারিয়া তাফাদার, যুগ্ম আহবায়ক হোসেন জুবায়ের, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শ্যামল প্রমুখ । সিলেটি ভাষা ও নাগরি লিপির ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং নাগরি ভাষার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, লালন ও স্বীকৃতি অর্জনে কাজ করার লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে কমলগঞ্জ পৌরসভা  কমিটি গঠন করা হয়।  সভাপতি- বিশ্বজিৎ রায়, সাধারন সম্পাদক- মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: সুমন আহমদ, প্রচার সম্পাদক মো: সাইদুর রহমান, ভাষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদি হামিদ, সদস্য আহমদ সিরাজ, অধ্যক্ষ হেলাল আহমদ, অধ্যাপিকা রাবেয়া খাতুন সামসুদ্দিন আকবর, এম, এ, ওয়াহিদ রুলু, আব্দুর রাজ্জাক রাজা, মো: জুয়েল আহমদ, প্রসেজিৎ পাল সহ ১৩ সদস্য বিশিস্ট কমলগঞ্জ পৌরসভা কমিটি গঠন করা হয়। তাৎক্ষনিক ফোন বার্তায় নব গঠিত কমিটিকে অভিন্দন জানিয়েছেন পরিষদের প্রতিষ্টাতা ইতিহাসবিদ ড.মুমিনুল হক।– বিজ্ঞপ্তি