শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিক সন্তানদের গণিত উৎসব



কমলকুঁড়ি রিপোর্ট ।

10308202_1683771518523485_8850508076081043167_n

কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিক সন্তান স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় গণিত উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ আগষ্ট) সকাল ১১টায় চা শ্রমিকদের শিক্ষিত সন্তানদের সংগঠন উত্তরণ-এর উদ্যোগে একযোগে দুইটি উচ্চ বিদ্যালয়ে গণিত উসবের পরীক্ষায় অংশ গ্রহন করে ২৩টি চা বাগানের সহস্রাধিক শ্রমিক সন্তান।
জানা যায়, গণিতে আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় একটি দৈনিকের গণিত উৎসবের আদলে শুক্রবার সকালে এক যোগে শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ে গণিত উৎসব পরীক্ষায় প্রায় ১২ শ ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে। আয়োজক সংগঠন উত্তরণ প্রতিনিধি অনুময় বর্মা বলেন, কমলগঞ্জের ২৩টি চা বাগানের ৮ম থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। আর সকল উত্তরপত্র নিরিক্ষণ শেষে মেধাবী ও কৃতি শিক্ষার্থী বাছাই করে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এ গণিত উৎসব প্রতি বছর আয়োজন করার চিন্তা ভাবনা রয়েছে বলে আয়োজকরা জানান।