বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে জাতীয় শোক দিবস পালন



15-1(1)
কমলকুঁড়ি রিপোর্ট ॥
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কমলগঞ্জে ১৫ আগষ্ট শনিবার জাতীয় শোক দিবস-২০১৫ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল র‌্যালী, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয় শোক র‌্যালী। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ১৫ আগষ্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠান পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এর উদ্যোগে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।