মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে চা শ্রমিক সংঘের সভায় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত ।। চা শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান নিয়ে প্রশাসনের তদন্ত শুরু



বিশেষ প্রতিনিধি ।।
সাপ্তাহিক ছুটির দিনের মজুরি আদায়ে বিভিন্ন দপ্তরে চা বাগান শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম শুরু করেছে। সাপ্তাহিক ছুটির দিনের মজুরি আদায়, চা শ্রমিকদের ভোগদখলকৃত ভূমির স্বত্ব অধিকার, পূর্ণাঙ্গ রেশন প্রদান, শ্রম আইন বাস্তবায়ন, সুচিকিৎসাসহ চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে কমলগঞ্জে চা শ্রমিক সংঘের সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল সাড়ে ১১টায় শমশেরনগরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভায় বক্তারা এসব দাবি দাওয়া তোলে ধরেন।
চা শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক রাজদেও কৈরীর সভাপতিত্বে ও রূপনারায়ন কৈরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারন সম্পাদক রজত বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা। সভায় বক্তব্য রাখেন রাজনগর চা বাগান প্রতিনিধি বিপ্লব মাদ্রাজী পাশী, লংলা চা বাগানের সন্যাসী নাইডু, আলীনগর চা বাগানের জামাল আলী, শমশেরনগর চা বাগানের লছমি রাজভর, চাতলাপুর চা বাগানের নিয়তি বাউরি, সুম্মিতা পাশী, সুনছড়া চা বাগানের দিবা বৈদ্য, সুখরাম নায়েক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকারি কর্মচারীসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেলে দীর্ঘ দিন যাবত চা-শ্রমিকদের মজুরি ৬৯ টাকাতে আটকে আছে। তার উপর আবার চা-শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান করা হচ্ছে না অর্থাৎ সপ্তাহে ৬ দিনের মজুরি হিসেবে ৪১৪ টাকা প্রদান করা হয়। ২০১৩ সালের সংশোধিত শ্রম আইনে সকল শ্রমিকদের ছুটির দিনের মজুরি প্রদান বাধ্যতামূলক করা হলেও চা শ্রমিকরা এই সুবিধা থেকে বঞ্চিত। সম্প্রতি বিভিন্ন চা বাগানের শ্রমিকরা ২০১৩ সালের সংশোধিত শ্রম আইনের ১০৩ (গ) অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদানের জন্য আলীনগর, সুনছড়া, রাজনগর, লংলা, সুনছড়া, দেওরাছড়াসহ বিভিন্ন চা বাগানের শ্রমিকরা কর্তৃপক্ষসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান সংক্রান্ত চা শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী স্বাক্ষরিত গত ১৪ জুলাই ০৫.৬০.০০০০.০০৬.১৮.০০৯.১৩-৬১৬(৪) স্মারকমূলে মৌলভীবাজার জেলা প্রশাসককে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রতিবেদন প্রদানের নির্দেশ প্রদান করা হয়।
এদিকে চা শ্রমিক সংঘের সভায় সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদানসহ চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে আগামী এক মাসের মধ্যে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।