বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে গণ গ্রন্থাগার উদ্বোধন ॥ শিক্ষার মাধ্যমে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই – আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি



MP-1
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মহান জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি বলেছেন, শিক্ষার মাধ্যমে জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। ৭২ এর সংবিধানের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম পাঠাগার নির্মাণ করার জন্য পদক্ষেপ নিয়েছেন। সেই ধারাবাহিকতা সারাদেশে পাঠাগার নির্মাণ হয়েছে। তিনি বলেন, কমলগঞ্জের পাঠাগার সব সময় খোলা রাখতে হবে। পাঠক বাড়াতে হবে। নিয়মিত চলতে হবে। পাঠাগারের মাধ্যমে জ্ঞান চর্চার মাধ্যমে সাফল্য বয়ে আনবে। অবসর সময়ে সকলের জন্য উন্মুক্ত এ পাঠাগার কমলগঞ্জের জন্য মাইলফল বয়ে আনবে।
উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে  কমলগঞ্জে উপজেলা পরিষদের ভিতরে নবনির্মিত গণ গ্রন্থাগার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলেঅ বলেন।  MP-2
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  গণ গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর আলী, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান মিঞা, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, লেখক আহমদ সিরাজ, সাংবাদিক আব্দুল হান্নান চিনু ও কমলগঞ্জ সংবাদ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, কমলগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ আনোয়ার হোসেন, পৌর যুবলীগ সভাপতি মোঃ জুয়েল আহমদসহ সাংবাদিকবৃন্দ।