মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে ক্রেল প্রকল্পের সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়



Pic- Rofik
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্ম এলাকা সম্পর্কিত ইউএসএইড’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস্ এন্ড লাইভলিহুডস্ (ক্রেস) প্রকল্পের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। ১৪ আগষ্ট শুক্রবার বেলা ১১টায় ভানুগাছস্থ গ্রামের বাড়ি রেষ্টুরেন্টে সাংবাদিক এম, এ ওয়াহিদ রুলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বদরুল, ক্রেল এর রিজিওন্যাল কো-অর্ডিন্টের মাজহারুল ইসলাম,  ব্যবস্থাপক মো: আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ক্রেল কর্মকর্তারা। তারা বলেন সংরক্ষিত লাউয়াছড়া বন এলাকা আগের তুলনায় অনেকাংশে ভালো রয়েছে। বনে পর্যটকদের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি পাচ্ছে। জনবল সংকটের কারণে অনেক সময় গাছ চুরি রোধ করা সম্ভব হচ্ছে না। এব্যাপারে সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের জনগণের সচেতনা বৃদ্ধি ও সহযোগিতা প্রয়োজন।