বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে “ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ মৈত্রী সেতু”র শুভ উদ্বোধন ।। আওয়ামীলীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে –উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি



Pic---Brige
কমলকুঁড়ি রিপোর্ট ।।
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ করে চলেছে। বর্তমান সরকার দেশের মানুষের দুর্দশা লাগবে বদ্ধ পরিকর। দেশের মানুষের কথা বিবেচনা সরকার বিভিন্ন বাস্তবমুখী উন্নয়ন কর্মকান্ড গ্রহন করেছে। ইতিমধ্যে অনেক কাজ বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশকে সব শ্রেনীপেশার মানুষের বাসযোগ্য করে গড়ে তোলার জন্য ক্রমান্বয়ে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত করবে বর্তমান সরকার। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যারা উন্নয়নের নামে বাধা সৃষ্টি করে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। তিনি শুক্রবার (২৮ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক ২ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-মুন্সীবাজার ভায়া চৈতন্যগঞ্জ সড়কে ধলাই নদীর উপর নবনির্মিত “ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ মৈত্রী সেতু”র শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।Pic-MP
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদারের সভাপতিত্বে ও স্থানীয় আওয়ামীলীগ নেতা প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, এলজিইডির উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা আছলম ইকবাল মিলন, মো. আব্দুল হান্নান, ছবুর মিয়া, বদরুল আলম জেনার, উপজেলা যুবলীগ সম্পাদক মো. মোশাহীদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামীলীগ সরকারের লক্ষ্য। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে জায়গা জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি মানুষের জীবন মানের উন্নতি ঘটছে। শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশের শিক্ষা, যোগাযোগ ও কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বর্তমান সরকার যোগাযোগ অবকাঠামো উনয়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে জেলা থেকে থানা পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।