বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ: কমলগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন ॥ পাশের হার ৬২.৩৩ ভাগ



কমলকুঁড়ি রিপোর্ট ।।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চারটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। পাসের হার ৬২.৩৩ ভাগ। মোট ১৬১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০০৮ জন।
রোববার প্রকাশিত ফলাফলে শমশেরনগর বিএএফ শাহীন কলেজ থেকে প্রথমবারের মত ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে। ১৭২ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ১৭১ জন। পাসের হার ৯৯.৪২ ভাগ। কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ৫৮১ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ২৫৭ জন। পাশের হার ৪৪.২৪ ভাগ। শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে। ৬৪০ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ৪১৮ জন। পাশের হার ৬৫.৩১ ভাগ। আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ২২৪ জন পরীক্ষার্থীর মাঝে পাস করেছে ১৬২ জন। পাশের হার ৭২.৩২ ভাগ।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় কমলগঞ্জের সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৬০ জন পরীক্ষার্থীর মাঝে ২২ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৩৬.৬৬ ভাগ।

160838_result

আমাদের শ্রীমঙ্গল প্রতিনিধি জানান,

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শ্রীমঙ্গল উপজেলায় মোট ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। শ্রীমঙ্গল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ২৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জনসহ মোট ২৪ জন জিপিএ-৫ পেয়েছেন। দি বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগে ৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ জনসহ মোট ৮ জন জিপিএ-৫ পেয়েছেন। শ্রীমঙ্গল সরকারি কলেজের উপাধ্যক্ষ আজাদ আবুল কালাম বলেন, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা- এ তিন গ্রুপে আমাদের মোট পাসের হার ৮০.৪৪ শতাংশ।