বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

উছমানগড়ে উপজেলা বাস্তবায়নের দাবিতে সভা



কমলকুঁড়ি রিপোর্ট ।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহাসিক উছমানগড়ে উছমান উপজেলা বাস্তবায়নের দাবিতে সভা অনুষ্ঠিত হয়। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় পতনউষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় উপজেলা স্থাপনের দাবি জানানো হয়।
উছমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কমরেড সিকন্দর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব নূরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, হাজীপুর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মবশ্বির আলী। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক সিকান্দর আলী, সমাজসেবক ডা. আব্দুল হান্নান চিনু, ব্যবসায়ী নেতা অলি আহমদ খান, পতনউষার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি তওফিক আহমদ বাবু, সমাজসেবক তোয়াবুর রহমান, হাজীপুরের হারুনুর রশীদ, ইউপি সদস্য নারায়ণ মল্লিক, যুবনেতা বয়তুল হক চৌধুরী, কামরান চৌধুরী, হারুন খান, মাহমুদুর রহমান বাদশা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পাঠানবীর খাজা উছমানের স্মৃতি বিজড়িত পতনউষার ইউনিয়নের ঐতিহাসিক উছমানগড়ে নতুন উপজেলা স্থাপনের দাবি সুদীর্ঘকালের। সরকারের বিপুল পরিমাণ খাসজমিতে উঁচু-নিচু টিলা পরিবেষ্টিত প্রস্তাবিত কামারচাক, পতনউষার, টিলাগাঁও, হাজীপুর, শরীফপুর ও শমশেরনগর ইউনিয়নের মধ্যবর্তী এই স্থানে ‘উছমানগড় উপজেলা’ নাম ধারন করে নতুন উপজেলা স্থাপিত হলে এলাকার উন্নয়ন ত্বরাম্বিত হবে। তাই উছমানগড় নামক স্থানে উছমানগড় উপজেলা স্থাপনের জন্য বক্তারা সরকারের নিকট জোর দাবি জানান।