বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন করতে হবে -কুলাউড়ায় অধ্যাপক ড. মিজানুর রহমান



Kulaura Mizanur Rohman (1)

এম. মছব্বির আলী :
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন করে ভুমি সমস্যার সমাধান করতে হবে। নয়তো একসময় আদিবাসী বলে কিছু থাকবে না। তিনি ৩ আগষ্ট সোমবার সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলার ঝিমাই পানপুঞ্জিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, স্বাধীনতার এত বছর পর এই ঝিমাইকে বাংলাদেশ কাছে টেনে নিতে পারলো না। এই ব্যর্থতার দায়ভার রাষ্ট্র ও প্রশাসনের। যারা পুঞ্জিবাসীকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। তা তাদের নিজস্ব মত। ১০দিন কেন ১০০ দিন চলে গেলেও আদিবাসীরা যদি প্রশাসনের সেই প্রস্তাবে রাজি না হয়, তবে তার দায়ভার আদিবাসী খাসিয়ারা নয় প্রশাসনকে নিতে হবে। কোন কিছুর দায়ভার জনগনের উপর চাপানো যাবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, ঢ্কাা বিশ্বিবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ উদ্দিন, কেন্দ্রীয় আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, পরিবেশ আন্দোলন বাপার সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ঝিমাই চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেন সরকার, কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, খাসিয়া কাউন্সিলের চেয়ারম্যান জিডিসন সুচিয়াং, পুঞ্জিবাসীর পক্ষে কুইনবন সরং ও পুঞ্জিমন্ত্রী (হেডম্যান) রানা সুরং প্রমুখ।