কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাজাহান আলী (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ওই মোটরসাইকেলের চালক রিপন মিয়া (৩০)।
রবিবার (৩০ আগস্ট) দুপুর ২টায় কুলাউড়া-জুড়ী সড়কের আসুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল গ্রামের পাখি মিয়ার ছেলে রিপন মিয়া ও একই ইউনিয়নের আলীনগর গ্রামের অইর আলীর ছেলে সাজাহান আলী দুপুর ১ টার দিকে মোটরসাইকেল যোগে বরমচাল থেকে বড়লেখা উপজেলায় যাচ্ছিলেন।
পথে আসুরীঘাট এলাকার কাছে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে এবং দু’জনই মারাত্মক আঘাত পান।
এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে সাজাহান আলী মারা যান। রিপন মিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তর করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থাও আশঙ্খাজনক।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।