বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে নারায়ণপুর গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন || বিদ্যুৎ শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়েছে- উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি



Pic---Kamalgonj P.B.S
কমলকুঁড়ি রিপোর্ট ॥
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, বিদ্যুৎ শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়েছে। এখন আগের মতো লোডশেডিং হয় না। ডিজিটাল বাংলাদেশের অন্যতম একটি দিক হচ্ছে বিদ্যুৎখাত। তাই বর্তমান সরকার বিদ্যুৎখাতে বাজেট বৃদ্ধি করে অনেক শক্তিশালী করেছে। শেখ হাসিনার সরকার পর্যায়ক্রমে দেশের সকল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিবে। উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ৩৭ লক্ষ ৭৩ হাজার টাকা ব্যয়ে ২.৫১৫ কি:মি: গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক মো: কামাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: সানোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী এস, এম, হাসনাত হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিদ্দেক আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আছলম ইকবাল মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার দাশ, কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছুরাব মিয়া, প্রবীন আওয়ামীলীগ নেতা সুখাই মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি মো: আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক যোগেন্দ্র কুমার পাল, সমাজসেবক শফিকুল ইসলাম সুফি, আব্দুল মন্নান, ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক বদরুল আলম জেনার, স্থানীয় ইউপি সদস্য সমুজ মিয়া, মেশফাক আহমদ চৌধুরী শাহীন প্রমুখ।