বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—-উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি



DSC05573
কমলকুঁড়ি রিপোর্ট ।।
জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, বিদ্যুৎ হচ্ছে উন্নয়নের চার্বিকাটি। একটি বড় যন্ত্র। শেখ হাসিনার সরকার গ্রামে গঞ্জে বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্নের নয়, বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে নি¤œ মধ্যবিত্ত আয়ের দেশ হিসেবে বিশ্ব দরবারে স্থান লাভ করেছে। বিএনপি-জামায়াত আগুন নিয়ে সন্ত্রাস করে, মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কোনদিন পূরণ হবে না। একমাত্র নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। মানুষ এখন উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গত শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১ কি:মি: বিদ্যুতায়িত লাইনের শুভ উদ্বোধন এবং পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৮০০ জন গরীব দু:স্থদের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রহিমপুর ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম  এস. এম. হাসনাত হাসান, এলাকা পরিচালক প্রভাষক আব্দুল আহাদ। স্থানীয় আওয়ামীলীগ নেতা বিকাশ পালের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ইউপি সদস্য সেলিম চৌধুরী, বিদ্যুৎ গ্রাহক প্রদীপ কুমার রায় ও গোবিন্দ মালাকার প্রমুখ।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপত্বি উপাধ্যক্ষ মো: আব্দুল শহীদ এমপি সুইস টিপে বিষ্ণুপুর গ্রামের বিদ্যুতায়নের লাইন উদ্বোধন করেন এবং গরীব দু:স্থদের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসূচীর করেন। সবশেষে রহিমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।