রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শমশেরনগরে দুরন্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধীদের অনুদান প্রদান



PicsArt_1436962852399
মিজানুর রহমান শমশেরনগর প্রতিনিধিঃ

কমলগঞ্জের শমশেরনগরের ঐতিহ্যবাহী দুরন্ত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৫ জুলাই (বুধবার) শমশেরনগর ভাদাইরদেউল গ্রামে ২৫ জন প্রতিবন্ধীকে আর্থিক সাহায্য করা হয়।
এই আর্থিক অনুদান প্রদান করার সময় উপস্তিত ছিলেন দুরন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান সোহেল, ক্রীড়া সম্পাদক মোঃমিজানুর রহমান, ক্লাবের উপদেষ্টা ও প্যানেল চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী, ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আমিনুল হক খোকন এবং ক্লাবের  উপদেষ্টা এবিএম আরিফুজ্জামান অপু।
এই অনুদান প্রদানকালে দুরন্ত স্পোর্টিং ক্লাবের সভাপতি ও সম্পাদক সব পরিবারকে বলেন যে তাদের জন্য আগামীতে স্থায়ী ভাবে কিছু করা যায় কি না তারা চেষ্টা করবেন।
দুরন্ত স্পোর্টিং ক্লাবের মতো আমাদের সমাজের সবাই এবং সব ক্লাব ও সংঘটন যদি প্রতিবন্ধীদের পাশে এসে দাড়ায় তাহলে প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোজা হয়ে থাকবে না।