শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শিক্ষা হলো মানসিক পরিবর্তনের অন্যতম মাধ্যম ——জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী



7

কমলকুঁড়ি রিপোর্ট ।।
বিশিষ্ট জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী বলেছেন, শিক্ষা হলো মানসিক পরিবর্তনের অন্যতম মাধ্যম। যা গাছের নিচে বসেও অর্জন করা যায়। সব বাধাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইচ্ছা আর আত্মার শক্তিতে জাগিয়ে রাখতে পারলে সকল বাধা অতিক্রম করা যায়। দারিদ্রতা কোন বাঁধা হতে পারে না। দরিদ্রদের মধ্যেও প্রতিভা থাকে। তাই দরিদ্রকে সামান্য সাহায্য না করে তার ভিতরের প্রতিভার বিকাশে সাহায্য করা উচিত। ঠিকিয়ে রাখার জন্যই বৃত্তি দেয়া হয়। তিনি রোববার সকাল সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলার আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ মিলনায়তনে লন্ডন প্রবাসী শাহানাজ চৌধুরী প্রতিষ্ঠিত অরফান ইন এ্যাকশন আয়োজিত মাসিক ছাত্র বৃত্তি প্রদান ও পবিত্র মাহে রমযান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অরফান ইন এ্যাকশন এর সভাপতি লেখক-গবেষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে ও শিক্ষার্থী রাশনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ গন মহা বিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ১৯ জন এতিম শিক্ষার্থীকে মাসিক ছাত্র বৃত্তি হিসেবে দুই হাজার টাকা করে ও আসন্ন রমযান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি ড. আবেদ চৌধুরী মহিলা কলেজে স্কাইপ স্কুল প্রতিষ্ঠা, লাইব্রেরীতে বই প্রদান ও কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা করবেন বলে ঘোষনা দেন।