বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বাংলাদেশের বিভিন্ন কারাগারে ৫১০ জন বিদেশি রয়েছেন। সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী



কমলকুঁড়ি রিপোর্ট ।।

বাংলাদেশের কারাগারে বিভিন্ন দেশের ৫১০ জন আটক রয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, ৫১০ জন বিদেশি কয়েদির মধ্যে বিচারাধীন ৩৬৮ জন, কয়েদি ৬২ জন এবং মুক্তিপ্রাপ্ত ৫০ জন রয়েছে। তার মধ্যে মিয়ানমারের সর্বাধিক ২৩৭ জন রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের টেবিলে উত্থাপিত মো. মামুনুর রশীদ কিরণের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, মিয়ানমারের পরই দ্বিতীয় সর্বোচ্চ ভারতের ২০২ জন নাগরিক বাংলাদেশের কারাগারে আটক রয়েছেন। ভারতের ২০২ জনের মধ্যে কয়েদি ৪৩ জন, বিচারাধীন ১০৩ জন এবং মুক্তিপ্রাপ্ত ৫৬ জন।

এ ছাড়া পাকিস্তানের ৪৩ জনের মধ্যে কয়েদি ৮ জন, বিচারাধীন ৩৩ জন এবং মুক্তিপ্রাপ্ত দুজন।

নেপালের দুজনই মুক্তিপ্রাপ্ত। তানজানিয়ার তিনজনের মধ্যে কয়েদি দুজন, বিচারাধীন একজন। নাইজেরিয়ার ১০ জনই বিচারাধীন। মালয়েশিয়ার একজনই বিচারাধীন। এ ছাড়া ক্যামেরুনের দুজন বিচারাধীন, পেরুর একজন বিচারাধীন ও আলজেরিয়ার একজন বিচারাধীন।