শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

চুরি হয়েছে দীঘির জাতীয় চলচ্চিত্র পুরস্কার



full_1766067868_1434811224বিনোদন ডেস্ক:

‘বাবা বাবা আমার একটা ময়না পাখি আছে না’- এই বিজ্ঞাপনের মডেল হয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যায় প্রার্থনা ফারদিন দীঘি। তখন তার বয়স মাত্র তিন বছর। এরপর শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রেখেও সফল দীঘি। তাইতো কাজের স্বীকৃতিস্বরুপ মিলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

জানা গেছে, ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’, ২০১০ সালে ‘চাচ্চু আমার চাচ্চু’ ও ২০১২ সালে ‘এক টাকার বউ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। কিন্তু তিনটি পুরস্কারের একটি সম্প্রতি চুরি হয়ে গেছে।

দীঘির বাবা অভিনেতা সুব্রত জানান, কবে কিভাবে চুরি হয়েছে তা বলতে পারব না। কয়েক দিন আগে দীঘির পুরস্কারের শেলফটি গোছাতে গিয়ে দেখি তিনটি পুরস্কারের একটি নেই। পরে দেখলাম ‘এক টাকার বউ’ চলচ্চিত্রের জন্য যে পুরস্কারটি পেয়েছিল সেটি নেই। এরপর অনেক খোঁজা হয়েছে বাসায়, কিন্তু কোথাও নেই।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ২০১২ এ ‘এক টাকার বউ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি পেয়েছিলাম। কবে চুরি হয়েছে তা বুঝতে পারিনি। আমাদের সময়