বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কবিতা : কমলগঞ্জের “কমলকুঁড়ি”



।। রোহিত কৈরী জীবন ।।

কমলগঞ্জের কমলকুঁড়ি
নিরপেক্ষ পত্রিকা।
সত্যনিষ্ঠ খবর পড়ি
যেন আলোর বর্তিকা-

নির্ভীক সাহসিকতায়
পথ চলা যার।
পাঠক মনোরঞ্জনে
সংবাদ প্রচার-

মুক্ত স্বাধীন চেতনাতে
নির্ভর লেখালেখি।
বাধাহীন সম্পাদক পিন্টু
সাংবাদিকতায় দেখি।

অন্যায়ের বিরোধীতায়
কলম যার তরবারী।
দূর্নীতির পক্ষে নয়
নীতির বলি হারী-

দোষাীদের ক্ষমা নাই
হোক সে রাঘব বোয়াল!
কমলকুঁড়ি সত্য তাপে
ভাঙে হাতির চোয়াল!

বীর বাঙালির বাংলাদেশে
কমলকুঁড়ি এক আয়না।
সঠিক খবর প্রচারে
কারো ভয় পায়না…..

এক এক করে পাঁচ বছরে
কমলকুঁড়ির পদার্পণ-
বহমান স্রোত ধারায়
ধরে রাখুক নিজ আসন।