বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

ইউকে জাসাসের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী উৎযাপন



1
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার  ঘোষক, রনাঙ্গনের বীর সৈনিক, শহীদ জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) যুক্তরাজ্য শাখার উদ্যোগে কিরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও জাসাস যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুক্তরাজ্য শাখার সভাপতি আলহাজ্ব এম,এ মালেক।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক কয়ছর এম আহমাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুক্তরাজ্য শাখার সাবেক সহ-সভাপতি আকতার হোসেন, সাবেক সহ-সাধারন সম্পাদক তাজ উদ্দিন, যুক্তরাজ্য জাসাসের  সহ-সভাপতি নাজিমুল ইসলাম লিটন, সহ-সভাপতি মিজান বক্স, সহ- অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহীন ইসলাম, সদস্য সচিব আবুল হোসেন, কেন্দ্রীয় জাসাসের সদস্য আসিফ ইসলাম, জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক তাজবীর চৌধুরী শিমুল,  যুগ্ম সম্পাদক আরিফ মাহফুজ, যুগ্ম সম্পাদক মিসবাহ চৌধুরী রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন আলম, অঞ্জনা আলম, মহানগর জাসাসের সভাপতি বদরুল ইসলাম, সাধারন সম্পাদক তৌফিক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি হেলাল মিয়া, ইষ্ট লন্ডন জাসাসের সভাপতি আব্দুল মোতালেব লিটন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান রোকন।
কেরাত প্রতিযোগীতা ২টি গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ এ-তে অংশগ্রহণ করেন ১ থেকে ১০ বৎসরের শিশু প্রতিযোগিরা। আর গ্রুপ বি-তে অংশগ্রহণ করেন ১১ থেকে ১৫ বৎসর বয়সের প্রতিযোগিরা। প্রতিযোগিতায় সর্ব মোট ৪৩ জন প্রতিযোগি অংশগ্রহন করেন এবং ৪ জন প্রতিযোগি চ্যাম্পিয়ন হয়। ৫ জন বিচারক মন্ডলী প্রতিযোগীতার বিচারিকের দায়িত্ব পালন করেন।
বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন ১) মাওলানা মোঃ নজরুল ইসলাম, ২) মাওলানা মোঃ আব্দুল মালিক, ৩) হাফিজ মোঃ আব্দুল হাকিম, ৪) মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, ৫) মাওলানা শামীম আহমদ।
কেরাত প্রতিযোগীতা অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী আব্দুল মুহিত।
প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সম্মানী পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতীয় পার্টির কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পতনঊষার ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক শানুর চৌধুরী ইষ্ট লন্ডন জাসাসের সভাপতি আব্দুল মোতালিব লিটনের মাধ্যমে যুক্তরাজ্য জাসাসে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। – প্রেস বিজ্ঞপ্তি