বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কুঁড়ি থেকে বৃক্ষ



॥ আহমদ সিরাজ ॥
দেখতে দেখতে “কমলকুঁড়ি” কুঁড়ি থেকে পত্র; পত্র থেকে এখন বৃক্ষে পরিণত হতে চলেছে। একজন ব্যক্তির উদ্যোগে একাই পত্রিকা দীর্ঘ সময় এভাবে স্বনাম, সুনামে চলতে পারে, আমাদের সামনে নজির খুব কম। পিন্টু দেবনাথ তার ব্যক্তিগত উদ্যোগের ভেতর দিয়ে নিজেকে একজন “উদ্যোক্তা” হিসাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছেন। যদিও বস্তুগত অর্থে এটি শিল্প নয়; তবুও তিনি একজন এ কাজে ভালো উদ্যোক্তা। এখনও পিন্টু দেবনাথ সম্পাদক হিসাবে একজন হলে পত্রিকার পাঠকই তার সাংগঠনিক কাজের অংশ হিসাবে যুক্ত হয়ে গেছেন। পত্রিকার ৫ম বর্ষে পদার্পণে রইল অনাবিল শুভেচ্ছা ও প্রীতি।
#  লেখক, প্রাবন্ধিক ও গবেষক #