বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে যক্ষা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত



কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশ এর যৌথ আয়োজনে সামাজিক মতামতদানকারী, শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে যক্ষা বিষয়ক অবহিতকরণ সভা সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও হীড বাংলাদেশ এর টি.সি.এ শামসুর রেজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ, ধর্মীয় নেতা মাও: শফিউল আলম, মাও: শিহাব উদ্দিন, পুরোহিত বুলবুল মুখার্জী, নিপেন মুখার্জী, শিক্ষক প্রতিভা সিনহা, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আমাদের দেশে যক্ষ্মা সম্পর্কে সামাজিক কুসংস্কার এখন রয়ে গেছে। এর মুল কারণ হলো সচেতনতার অভাব। যক্ষ্মা একটি মারাত্বক সংক্রামক রোগ। সচেতনতাই পারে এর রোগ নিয়ন্ত্রনে আনতে। এরোগ থেকে পরিত্রান পেতে হলে আমাদের সচেতন হতে হবে এবং সম্মিলিত প্রচেষ্ঠায় যক্ষ্মা রোগকে প্রতিরোধ করতে হবে। মনে রাখবেন বিনামুল্যে যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়। আসুন আমরা সচেতন হই এবং যক্ষ্মা রোগ প্রতিরোধ করি।