বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সময় থাকতে ভাবনা : ওরা এখন কোথায় যাবে ?



duliyকমলকুঁড়ি রিপোর্ট ॥
সময় থাকতে ভাবতে হবে? সময় চলে গেলে ভেবে কোন কাজ হয়না। সব কিছু চলে গেলে উপস্থিত মাথা গুজার ঠাঁই পেতে খুবই কষ্ট হয়। দুর্বিষ যন্ত্রণার মধ্যে প্রতিক্ষণ থাকতে হচ্ছে। কখন যে করাল গ্রাস ছোবল মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। তা বলার অপেক্ষা রাখে না। ওই ধলাই পারের মানুষের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই ভাবতে হবে ?
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈতন্যগঞ্জ উবহাটা এলাকার মানুষ রাতে ঘুমাতে পারেন না। সর্বনাশা ধলাই এপার ভাঙ্গে ওপার গড়ে এইতো নদীর খেলা। এ খেলার মধ্যে সাধারণ মানুষ আজ ভয়ে আতংকে দুবির্ষ জীবন যাপন করতে হয়েছে পরিবার পরিজন নিয়ে। কখন ধলাই ছোবল মেরে বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে যাবে। সরজমিন গিয়ে দেখা যায়, মুন্সীবাজার ইউনিয়নের উবহাটা গ্রামের বাসিন্দা চৈতন্যগঞ্জ অংশের ৮/১০টি পরিবার রয়েছে। এসব পরিবার এখন দিনরাত আতংকের মধ্যে কাটাচ্ছেন। একটু বৃষ্টি দিলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বসত ঘর থেকে পরিবারের লোকজন বাহিরে অবস্থান নেন। যে কোন সময় ঘরটি নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হতে পারে। এলাকার মিঠাই রবিদাস, জগন্নাথ রবিদাস, কান্ত রবিদাস, শিপুর রবিদাস, বলরাম রবিদাস, হিরালাল রবিদাস ও সাদারীর রবিদাস জানান, তারা ধলাই নদীর তীরে বসবাস করছেন। নদীর বাঁধ ভেঙ্গে ভেঙ্গে তাদের ঘরের সাথে লেগে গেছে। যে কোন সময় নদী গর্ভে বিলীন হয়ে যাবে। তখন আর মাথা গুজার ঠাঁই থাকবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এব্যাপারে নজর দেয়া একান্ত প্রয়োজন।

 

11233557_399092263615715_8861182238609081860_n