বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বৃটেনের কার্ডিফের ৪টি সংসদীয় আসনে ১টিতে কনজারভেটিভ পার্টি ও ৩টিতে লেবার পার্টির বিজয়



Ovinondon
কার্ডিফ থেকে বদরুল মনসুর ::

৭ মে বৃহস্পতিবার সমগ্র বৃটেনের ন্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে এবারকার জাতীয় নির্বাচন ছিলো উৎসবমূখর। ঐতিহ্যবাহী কার্ডিফ এর ৪টি সংসদীয় আসনে ১টিতে টোরিপার্টি ও ৩টিতে লেবার পার্টি জয়ী হয়েছে।
কার্ডিফ সেন্ট্রাল আসনে সাবেক মন্ত্রী ও হুইপ লিবারেল ডেমোক্রেট পার্টি প্রাথী জেনি উলেটকে পরাজিত করে লেবার পার্টির প্রার্থী জ স্টিভেন্স প্রায় ৫ হাজার ভোট বেশী পেয়ে প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়েছেন। জ স্টিভেন্স এমপির প্রাপ্ত ভোট হচ্ছে ১৫৪৬২। কার্ডিফ সাউথ এন্ড পেনাথ আসনে লেবার পার্টির প্রার্থী স্টিপেন ডাউটি ১৯৯৬৬ ভোট পেয়ে এমপি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী টোরিপার্টির এমা ওমেন পেয়েছেন ১২৫১৩ ভোট।
কার্ডিফ ওয়েষ্টে সাবেক মন্ত্রী লেবারপ্রার্থী কেভিন বার্থেন ১৭৮০৩ ভোট পেয়ে পূনরায় এমপি নির্বাচিত হয়েছেন। কার্ডিফ নর্থে কনজারভেটিভ প্রার্থী ক্লেগ উলিয়ামস ২১৭০৩ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লেবার পার্টির প্রার্থী ম্যারি উইলিয়ামস এর প্রাপ্ত ভোট হচ্ছে ১৯৫৭২ ভোট।
কার্ডিফের সোফাইয়া গার্ডেনের স্পোর্টস সেন্টারে সারারাত ব্যাপী ভোট গণনাকালে কার্ডিফের ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ, কাউন্সিলার লিওয়ার আলী, মহিলা নেত্রী জেসমিন চৌধুরী, বাংলাটিভির ওয়েলসের এম্বেসেডর ও দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক মকিস মনসুর আহমদ, চ্যানেল এস কার্ডিফ প্রতিনিধি সাংবাদিক মোস্তফা সালেহ লিটনসহ বাংলাদেশ কমিউনিটিরে উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ কার্ডিফের নির্বাচিত এমপিদেরকে বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন।