বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

অনুমতি ছাড়া কোন ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা



নিউজ ডেস্ক::
আগামীতে অনুমতি ছাড়া কোন ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা। ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের কাছ থেকে অনুমতি নিয়ে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনুমতি পেলেও ৫ জনের বেশি সাংবাদিক একসঙ্গে কেন্দ্রে যেতে পারবেন না। যাওয়ার অনুমতি মিললেও ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে অবস্থান করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদের মাগুরা-১ আসনের উপ-নির্বাচন থেকে এ নীতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল শনিবার এই নির্বাচন হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার অথবা প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। অনুমতি ছাড়া ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ নেই। এক্ষেত্রে ৫ জন করে সাংবাদিক সর্বোচ্চ ১০ মিনিটে কেন্দ্রে অবস্থান করতে পারবেন বলে কমিশন নির্দেশনা দিয়েছে। আগামীতে সব নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের এ ধরনের গাইডলাইন থাকতে পারে বলে জানান তিনি।