বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

নবীগঞ্জে বিবিয়ানা সাহিত্য পরিষদের ৫ম বর্ষ পূর্তি উৎসব উদযাপিত।। গবেষক ইয়াওর উদ্দিনকে সম্মাননা প্রদান



Bibiyana-Sahitya-parishad

হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর ৫ম বর্ষ পূর্তি
উপলক্ষে আয়োজিত বৈশাখী কবিতা উৎসবে বক্তারা বলেন, কালের গর্ভে হারিয়ে
যাওয়া বিবিয়ানা শুধু গ্যাসই দেয়নি, বরং অনেক জ্ঞানী-গুণী, কবি-সাহিত্যিক,
শিল্পীর জন্ম দিয়েছে অবিস্মরণীয় হয়ে আছে।
“সাহিত্য হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার” শ্লোগানকে সামনে রেখে ৩০ এপ্রিল
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জস্থ মক্কা
ক্লিনিক সম্মেলন কক্ষে বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ বৈশাখী কবিতা উৎসব
উদযাপন এবং প্রবাসী কবি ও গবেষক মোহাম্মদ ইয়াওর উদ্দিনকে সম্মাননা প্রদান
করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রন্থ প্রকাশক ও কবি তৈয়ব খান বলেন,
ভুল-ত্রুটির উর্দ্ধে শুদ্ধ ও সুস্থ সাহিত্য চর্চা করতে হবে।
প্রধান আলোচক হিসেবে জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের বলেন, আকাশ
সংস্কৃতি থেকে পরিত্রাণ পেতে সুস্থ সাহিত্য চর্চা করতে হবে।
সভাপতির বক্তব্যে বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর সভাপতি এম,
শহিদুজ্জামান চৌধুরী বলেন, মফস্বল পর্যায়ে সাহিত্য চর্চায় বাঁধা-বিপত্তি
আর প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের সকল কিছুর উর্দ্ধে সাহিত্য চর্চা অব্যাহত
রাখতে হবে।
বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর সভাপতি এম, শহিদুজ্জামান চৌধুরীর
সভাপতিত্বে এবং মিডিয়া সম্পাদক বদরুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সাহিত্য পরিষদ-এর যুগ্ম সম্পাদক এ্যাডঃ এস, এম
ইলিয়াস মিয়া, বিডিএসসি-শেভরন শিক্ষা কর্মসূচীর প্রশিক্ষণ কর্মকর্তা
সাংবাদিক এসএমএ হাসনাত, দৈনিক বিবিয়ানা-এর নির্বাহী সম্পাদক মুরাদ
আহম্মেদ, দৈনিক সমকাল-এর প্রতিনিধি এম, এ আহম্মেদ আজাদ, মাসিক নবীগঞ্জ
দর্পণ-এর প্রধান সম্পাদক  এম, গৌছুজ্জামান চৌধুরী, পোয়েটস ক্লাব হবিগঞ্জ
শাখার সভাপতি নিলুপা ইসলাম নিলু, মক্কা ক্লিনিক-এর সত্ত্বাধিকারী আলহাজ্ব
মোঃ মনির উদ্দিন।
আরো বক্তব্য রাখেন মোস্তফাপুর আনোয়ারুল আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুন
নুর, নবীগঞ্জ ইসলামিক রিসার্চ সেন্টার-এর পরিচালক আব্দুর রাকিব হাক্কানী,
বর্ণমালা সাহিত্য পরিষদের সভাপতি এসএম সাজ্জাদ, সাংবাদিক রুহুল আমিন
পাপ্পু, মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, রেজাউল করিম ইয়াওর, এ্যাডঃ আব্দুল
বাছিত, ফজলুর রহমান চৌধুরী, প্রবীণ শিক্ষক নুর মোহাম্মদ, আব্দুল আজিজ
মাস্টার, আবু সাঈদ মোঃ ওয়াজেদ (লেবু মাস্টার), জসিম মারুফ, মাওলানা
নিযামুদ্দীন জালালী, শুয়াইব আহম্মেদ শিবলু প্রমুখ।
বৈশাখী কবিতা উৎসবে কবিতা আবৃত্তি করেন কবি তৈয়ব খান, এম শহিদুজ্জামান
চৌধুরী, এ্যাডঃ আব্দুল বাছিত, বদরুল আলম চৌধুরী, সঙ্গীত পরিবেশন করেন
আলহাজ্ব মোঃ মনির উদ্দিন, ফজলুর রহমান চৌধুরী, রুহুল আমিন পাপ্পু,
মুদাব্বির হোসেন লিমন, শিশুশিল্পী তৃণা প্রমুখ। -বিজ্ঞপ্তি