শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

কমলগঞ্জে কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণ



Pic--Kamalgonj Kumrakapon GPS
কমলকুঁড়ি রিপোর্ট ॥
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীর মাঝে মিড ডে মিল’র খাবার পরিবেশন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক মন্জুর আহমদ আজাদ মান্নার সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাফিউন নূর, কমলগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মিফতাউল ইসলাম উপরু, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ, সমাজসেবক নজব উল্ল্যা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা মাহমুদ, পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দিন, এসএমসি সদস্য সুলতান মনসুর সিদ্দেক, চেরাগ আলী প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মিড ডে মিল ২০১২ সাল হতে অদ্যবধি চালু রেখেছে। এজন্য সিলেট বিভাগীয় পর্যায়ে দুই দুইবার এই বিদ্যালয়ের এসএমসি শ্রেষ্ঠ এসএমসি’র স্থান অধিকার করে। এছাড়া এই বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের সফলতার স্বীকৃতিসরুপ বাংলাদেশেরে ১১টি স্কুলের মধ্যে সিলেট বিভাগের মধ্যে শুধু কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২০১৩ সালে ইউনিসেফ কর্তৃক নির্বাচিত করে।