বুধবার, ৪ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

কমলগঞ্জে ফারিয়ার সাবেক সভাপতির বিদায় সম্বর্ধনা



pic-kamalgong
কমলকুঁড়ি রিপোর্ট
ফার্মাসিউটিক্যালন রিপ্রেজেনটিটিব ওয়েলফেয়ার এসোসিয়েশন (ফারিয়া) এর কমলগঞ্জ শাখার সাবেক সভাপতি দি একমি ল্যাবরেটরিজ লিঃ এর কমলগঞ্জে কর্মরত মার্কেটিং রিপ্রেজেনটেটিব ওয়াহিদুজ্জান ওয়াহিদ-এর পদোন্নতি উপলক্ষে বিদায় সম্বর্ধনা দিয়েছে কমলগঞ্জ ফারিয়া। মঙ্গলবার রাত ৯টায় ভানুগাছ বাজারস্থ গ্রামের বাড়ি রেষ্টুরেন্টে ফারিয়ার সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে ও উদয় কুমার রায়ের পরিচালনায় এ সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মখলিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ বাজার কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহ সভাপতি মোশাইদ বখত চৌধুরী, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, ফাম্মের্সী ব্যবসায়ী আবুল মনসুর রুকেন, মঞ্জু আহমেদ, তাপস দেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহাজালাল মোল্লা, সুমন চন্দ্র দাশ, অনুপ দত্ত, জালাল আহমদ, মোঃ মাসুম, এনামুল হক প্রমুখ। পরে এক নৈশ্য ভোজের আয়োজন করা হয়।