মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শমশেরনগর চা বাগানে ৪৬ তম শহীদ নীরা বাউরী দিবস পালন



কমলকুঁড়ি রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ৪৬ তম শহীদ নীরা বাউরী দিবস পালন করা হয়। সোমবার সকাল ১০টায় শমশেরনগর চা বাগান কারখানার পাশে শহীদ চা শ্রমিক নীরা বাউরীর সমাধীস্থলে পুষ্পার্পনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করেন চা বাগান পঞ্চায়েত কমিটি ও শ্রমিক নেতৃবন্দরা।
সোমবার সকাল ১০ টায় শহীদ চা শ্রমিক নীরা বাউরীর সমাধিস্থলে পুষ্পার্পণ করেন চা বাগান পঞ্চায়েত সহ চা শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারন চা শ্রমিকরা। এরপর এক র‌্যালী বের হয়। উল্লেখ্য, চা শ্রমিকদের দৈনিক কাজের সময় ৮ ঘন্টা ও এর বাইরে কাজে ওভার টাইমের পারিশ্রমিকের দাবীতে চলমান শান্তিপূর্ণ শ্রমিক ধর্মঘটে ৪৫ আগে ১৯৬৯ সালে ১৩ এপ্রিল পুলিশের গুলিতে শমশেরনগর চা বাগানের শ্রমকি নীরা বাউরী শহীদ হয়েছিলেন।