মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২০ কাঠ পাচারকারী নিহত



কমলকুঁড়ি ডেস্ক

ভারতে  পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ২০ জন কাঠ পাচারকারী নিহত হয়েছে।  ৭ এপ্রিল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ভারতের অন্ধ প্রদেশের চন্দ্রগিরি মন্ডলের তিরুপতি পাহাড়ে বেশ কিছুদিন ধরেই কাঠ লাল চন্দন কাঠ পাচারকারীরা বেআইনি ভাবে গাছ কেটে আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করছিল।  পুলিশ জানিয়েছে জানায়, মঙ্গলবার ভোরে প্রায় ১০০ জনের মত চোরাকারবারি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময়ই পুলিশের বিশেষ বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পাথর আর কুঠার নিয়ে তারা পুলিশের উপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে কমপক্ষে ২০ জন লাল চন্দন কাঠ পাচারকারী নিহত হয়।
অন্ধ্র প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নিম্মাকায়ালা চিনারাজাপ্পা বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় কমপক্ষে ২০জন পাচারকারী নিহত হয়েছে। বাকি পাচারকারীদের খুঁজতে ওই অঞ্চলে চিরুনি অভিযান চালানো হচ্ছে।  এ বেআইনি কার্যকলাপ থামাতে পুলিশের বিশেষ বাহিনী গঠনেরও নির্দেশ দেন তিনি।