শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

টিপু সুলতানের অস্ত্র সামগ্রী নিলামে



 

কমলকুঁড়ি ডেস্ক
নিলামে উঠল ‘মহীশূরের বাঘ’ টিপু সুলতানের ব্যবহৃত অস্ত্র সামগ্রী ও বর্ম। ৭০ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি হয়ে গেল ৩০টি সামগ্রী। নিলামকারী সংস্থা ‘বনহ্যামস ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান আর্ট সেল’ লন্ডনে গত মঙ্গলবার এই নিলামের আয়োজন করেছিল। নিলামে সবথেকে বেশি দামে বিক্রি হয়েছে টিপু সুলতানের সেনাবাহিনীর একটি তলোয়ার। রত্নখচিত তলোয়ারটির নাম উঠেছে ২১ লাখ ৫৪ হাজার ৫০০ পাউন্ডে। যদিও, সংস্থা এর দর অনুমান করেছিল ৬০ হাজার থেকে ৮০ হাজার পাউন্ড। দ্বিতীয় যে জিনিসটি বেশি দামে বিক্রি হয়েছে তা হলো যুদ্ধে ব্যবহৃত কামান। দর উঠেছে ১৪ লাখ ২৬ হাজার ৫০০ পাউন্ড। টিপুর নিজের নিরাপত্তাবাহিনীর একটি দো’নলা বিক্রি হয়েছে ৭ লাখ ২২ হাজার ৫০০ পাউন্ডে। নিজেদের অনুমানের থেকে বেশি দাম পাওয়ায় খুশি নিলামকারী সংস্থা বনহ্যামস। সংস্থার কর্তা ক্লেয়ার পেনহালুরিক বিবৃতিতে জানিয়েছেন, আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে নিলাম করি। টিপুর এই অস্ত্রভা-ার এক অত্যাশ্চর্য শিল্প-সৃষ্টি। এগুলো বিশেষভাবেই তৈরি করা হয়েছিল। প্রসঙ্গত, তলোয়ার-কামান-বন্দুক ছাড়া হাতের কাজ করা তীর রাখার খাপ, ব্রোঞ্জের কামান, যুদ্ধের সব সেনাবাহিনীর ব্যবহৃত হেলমেট ইত্যাদি।